Saturday 28 January 2017

লেবুর রসের ১২ উপকারিতা

 

প্রকৃতিতে প্রাপ্ত বিভিন্ন ফল থেকে সবচেয়ে বেশি রোগ থেকে মুক্তি লাভ করা সম্ভব। পেয়ারা, আপেল, লেবুসহ বিভিন্ন ফল আমরা প্রতিদিনই খেয়ে থাকি। 
তবে এসব ফলগুলো মধ্যে সবচেয়ে বেশি উপকারিতা লেবুর রসে। 
আসুন জেনে নিন লেবুর রসের উপকারিতা-

১. কিডনির পাথর গলাতে সাহায্য করে। 
২. লিভার পরিষ্কার রাখে। 
৩. ভাইরাসজনিত সংক্রমণ প্রতিরোধ করে। 
৪. কোষ্ঠকাঠিন্য দূর করে লেবুর রস। 
৫. ত্বক পরিষ্কার রাখে। 
৬. ওজন কমাতে সাহায্য করে। 
৭. মূত্রনালির সংক্রমণ দূর করে। 
৮. চোখ ভালো রাখে। 
৯. দাঁতব্যথা কমায়। 
১০. গর্ভবতী নারী ও গর্ভের শিশুর জন্য ভীষণ উপকারি। 
১১. স্তন ক্যানসার সারাতে লেবুর রসের জুড়ি মেলা ভার।
১২.  শক্তি বাড়ায় লেবুর রস।

No comments:
Write comments